সারাবাংলা

পুলিশ সংস্কার আন্দোলনের সমন্বয়ক কনস্টেবল শোয়াইব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর পুলিশ বাহিনীকে রাজনৈতিক বলয় মুক্ত ও সংস্কারে আন্দোলনের ডাক দেয় বাহিনীর অধীনস্ত সদস্যরা। এই সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল শোয়াইবুর রহমান শোয়াইবকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির শাহজাহানপুর থানায় সাইবার ক্রাইম আইনে দায়ের হওয়া মামলায় শোয়াইব ও নায়েক সজিব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কনস্টেবল শোয়াইবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ওসি মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, সাইবার ক্রাইম আইনে দায়ের হওয়া একটি মামলায় শোয়াইবসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর পর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা গেছে, পুলিশ বাহিনীর সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শোয়াইবকে রাজারবাগ পুলিশ লাইন থেকে বদলি করে যশোর পুলিশ লাইনে পাঠানো হয়। সেখানে বসে পুলিশ বাহিনীর সংস্কারের ১১ দফা দাবির বিষয় ও বিভিন্ন অনিয়ম নিয়ে প্রায়ই ফেসবুক লাইভ ও পোস্ট করে আসছিলেন। এরই সূত্র ধরে তাকে আলোচনার জন্য ঢাকায় ডেকে আনা হয়। ঢাকায় আসার পরেই গ্রেপ্তার হলেন শোয়াইব।

পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক যোগাযোমাধ্যম অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি (১) নায়েক সজিব সরকার ও (২) কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

এরকম আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button