সারাবাংলা

স্বরূপকাঠিতে ২৪৭ কেজি হরিণের মাংস জব্দ, গ্রেপ্তার ২

পিরোজপুরের স্বরূপকাঠিতে অভিযান চালিয়ে ২৪৭ কেজি হরিণের মাংসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. আবু কালাম (৫০) ও মো. হারুন মোল্লা (৫৫)। আবু কালাম মঠবাড়িয়ার তাফাল বাড়ি এলাকার মৃত আশ্রাব আলী সিকদারের ছেলে।

আটক মো. হারুন মোল্লা বরগুনা জেলার পাথরঘাটার গহরপুর এলাকার মজিবুল হকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিণের মাংস জব্দ করে। একই সাথে ওই দিন গভীর রাতে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের দক্ষিণ করফা গয়েশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে ট্রলার থেকে হরিণের মাংস পাচারকালে স্থানীয়রা আবু কালাম ও হারুন মোল্লাকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ সময় ট্রলারসহ হরিণের ১৩টি মাথা ও ১৯৯ কেজি ২০০ গ্রাম মাংস জব্দ করা হয়। 

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জব্দকৃত মাংস আদালতের মাধ্যমে ধ্বংস করা হবে।

এরকম আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button