বাণিজ্য

শাহরিয়ার আলম-দিলীপ আগরওয়ালার অ্যাকাউন্ট তলব

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিএফআইইউ তাদের প্রত্যেকের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে আলাদা চিঠি দিয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকেই পলাতক। এরই মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ। অনেকের তথ্য চাওয়া হচ্ছে। এ ছাড়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির অ্যাকাউন্ট থেকে যে কোনো পরিমাণের টাকা উত্তোলন করলেই তা বিএফআইইউকে জানতে হচ্ছে।

বিএফআইইউর একটি চিঠিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তার দুই স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ও সিলভিয়া পারভীন এবং তার ছেলে সাদমান শাহরিয়ারের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

এ ছাড়া তাদের স্বার্থসংশ্লিষ্ট আরাফ অ্যাপারেলস, মিলেনিয়াম টেক্সটাইল, রেডিও ঢোল, আরানিসহ স্বার্থ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের তথ্য দিতে বলা হয়েছে।

অপর এক চিঠিতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা এবং তার স্ত্রী সবিতা আগরওয়ালার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিএফআইইউ। তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেন, অ্যাকাউন্ট খোলার ফরমসহ যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।

এরকম আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button